শুক্রবার অর্ধশত প্রেক্ষাগৃহে মৌসুমী-পরী

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৬

শুক্রবার অর্ধশত প্রেক্ষাগৃহে মৌসুমী-পরী
Untitled-1

মৌসুমী–পরীমনি

বিনোদন ডেস্ক : মুক্তি পেতে যাচ্ছে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত মন জানে না মনের ঠিকানা চলচ্চিত্রটি। চিত্রনায়িকা মৌসুমী, পরীমনি অভিনীত এই চলচ্চিত্রটি ১ এপ্রিল ঢাকাসহ সারাদেশে প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ প্রসঙ্গে পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, আগামী ১ এপ্রিল সারাদেশে মুক্তি পাবে মন জানে না মনের ঠিকানা চলচ্চিত্রটি। মুক্তির সব রকম প্রস্তুতি শেষ। চলচ্চিত্রটি নিয়ে আমি অনেক আশাবাদী। কারণ ইমপ্রেস টেলিফিল্মসের ‘মন জানে না মনের ঠিকানা’ চলচ্চিত্রটি রাজধানীর বেশ কিছু প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। উল্লেখযোগ্য হলো- যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, অভিসার, সনি, শ্যামলী স্কয়ার, আনন্দ, জোনাকী, সৈনিক ক্লাব প্রভৃতি। মুক্তি সামনে রেখে গত ২৩ মার্চ মঙ্গলবার ইউটিউবে চলচ্চিত্রটির ট্রেইলার প্রকাশিত হয়েছে। ১ মিনিট ৪ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারেও আশার আলো ছড়াচ্ছে। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, নায়করাজ রাজ্জাক, ফেরদৌস, তানভীর, শিরিন শীলা, সাজ্জাদ, আফজাল শরীফ, শহিদুল আলম সাচ্চু, শামস সুমন প্রমুখ। গত পয়লা জুন বিএফডিসি‘র মুক্তিযোদ্ধা জসিম ফ্লোরে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়। মহরতের পরপরই ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হয়। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন প্রিয়জন কথাচিত্র।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com