সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৫
সুরমা মেইলঃ তিন দিনের সফরে শুক্রবার ঢাকায় আসছেন কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। কমনওয়েলথ মহাসচিবের সম্মানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শনিবার রাতে একটি ডিনার আয়োজন করছেন। ওই দিন সকালে মন্ত্রী ও মহাসচিবের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি মাসের ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে কমনওয়েলথের সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীর ১৪তম বৈঠক আয়োজনের সূচি চূড়ান্ত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ওই আয়োজনে অংশ নেবেন। বৈঠকে সংস্থার বৃহত্তর কল্যাণে করণীয় প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হবে।
ভারতীয় কূটনীতিক কমলেশ শর্মা ২০০৮ সালের ১ এপ্রিল থেকে কনওয়েলথ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
Design and developed by ওয়েব হোম বিডি