শুধুই শরীর দেখাতে হেট স্টোরি থ্রিতে ডেইজি

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৫

শুধুই শরীর দেখাতে হেট স্টোরি থ্রিতে ডেইজি
hate story
সুরমা মেইল : হেট স্টোরি থ্রিতে শুধুই নাকি শরীর দেখাতে ব্যবহার করা হয়নি বলে দাবি অভিনেত্রী ডেইজি শাহের।

হেট স্টোরি থ্রি-তে এখনও পর্যন্ত যেটুকু দেখা গেছে, তাতে বেশ বোল্ড অবস্থায় দেখা গেছে তাকে।

ডেইজি নিজেও বলছেন, মনে হচ্ছে- একটু বেশি হয়ে গেছে। অবশ্য দর্শকদের পছন্দ হলে, ভালই লাগবে।

এর আগে হেট স্টোরিতে পাওলি দামকেও বেশ বোল্ডভাবে দেখা গিয়েছিল। তবে, আম দর্শকদের মত ডেইজি ইতিমধ্যে সবাইকে ছাপিয়ে গেছেন।

এখন ডেইজি বলছেন, আমাকে মোটেই এই ফিল্মে শুধু শরীর দেখানোর জন্য রাখা হয়নি। আমার চরিত্রটাও হেট স্টোরি থ্রি-তে বেশ ভাল। আমার চরিত্রটা পছন্দ হয়েছে বলেই এই ফিল্মে সাইন করেছি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com