শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব : নাসিম

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

সুরমা মেইল ডেস্ক :: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের কেন্দ্রীয় বৈঠক শেষে  তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ নির্বাচনে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। আর এই নির্বাচনে এটিও প্রমাণ হয়েছে যে দেশে গণতন্ত্রের যাত্রা অব্যাহত আছে, অব্যাহত থাকবে। এখন বিএনপির উচিৎ জনগণের রায় মেনে নেওয়া।

জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি কোন বিজয় অর্জন করতে পারবে না মন্তব্য করে নাসিম বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে আপনারা আর কোন বিজয় অর্জন করতে পারবেন না। আপনারা জামায়াতকে ছাড়ুন, জামায়াতকে ত্যাগ করুন। জামায়াতকে রেখে আর ঘৃণার পাত্র হবেন না।

নাসিম আরো বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগামী ২০১৯ সালে শেথ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com