শেখ হাসিনার পতনে জকিগঞ্জে বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও সভা

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২৪

শেখ হাসিনার পতনে জকিগঞ্জে বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও সভা

জকিগঞ্জ সংবাদদাতা :
ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার পতনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে সিলেটের জকিগঞ্জে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকালে মিছিলটি জকিগঞ্জ ডাক বাংলো থেকে শুরু হয়ে পৌর-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এমএহক চত্ত্বরে এক সমাবেশে মিলিত হয়। জকিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সফিকুর রহমান ও পৌর বিএনপি সভাপতি মাশুক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি সহ সভাপতি ও জকিগঞ্জে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার।

 

জকিগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রণি’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিকদলের সহ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম লিটন, সিলেট মহানগর কৃষকদল নেতা আব্দুল আহাদ।

 

জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুলতান আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মাশুক আহমদ, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাছুম আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সেলিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহেদুজ্জামান সাহেদ, সদস্য সচিব আব্দুস ছালাম।

 

আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মুন্না চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক জিহাব উদ্দিন জিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মাজেদ আহমদ, পৌর বিএনপি নেতা সুমন আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুল আলম, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক রাজন আহমদ, বিরশ্রী ইউপি ছাত্রদলের সভাপতি নাঈমুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা তারেক আহমদ, বারহাল ইউপি বিএনপি সাধারণ সম্পাদক নুরুল হক।

 

উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর বিএনপি নেতা রিপন আহমদ, বিএনপি নেতা আব্দুশ শাকুর, উপজেলা বিএনপি নেতা আবুল আহমদ, বারঠাকুরী ইউপি বিএনপি নেতা আব্দুল মালিক, বিএনপি নেতা কাওছার আহমদ, বাবুল আহমদ, ফয়জুল ইসলাম, সুমন আহমদ, শাহিন আহমদ, আব্দুল কাদির মেম্বার, কবির আহমদ মেম্বার, মঞ্জুরুল আলম, আলতাফ হোসেন, আব্দুশ শহিদ চুনু, হাসান আহমদ, সামাদুর রেজা, এস রহমান ছায়েফ, উজ্জল আহমদ, শাহজাহান চৌধুরী, লোবান আহমদ, রাশেদ আহমদ, মাজেদ আহমদ, জাহাঙ্গীর আলম, জাহেদ আহমদ, আরিফ আহমদ, আশরাফ মালিক সাজন, শামীম আহমদ, ইমরান আহমদ, ছাইফুল ইসলাম, নিজাম উদ্দিন, জুয়েল আহমদ, দেলোয়ার হোসেন, রেদোয়ান আহমদ, রুহেল আহমদ প্রমুখ।

 

বক্তারা বলেন বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এখনো পুরোপুরি বিজয় আসেনি। যতদিন আইন শৃঙ্খলা স্বাভাবিক না হচ্ছে ততদিন বিএনপি নেতাকর্মীরা জণগণের জানমাল ও সরকারি সম্পত্তি পাহারা দিবে। কোনো মানুষ হয়রানি ও চাঁদাবাজির শিকার হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তা প্রতিহত করতে প্রস্তুত।

 

(সুরমামেইল/এএইচএল)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com