শেখ হাসিনার সঙ্গে প্রণবপুত্রের সাক্ষাৎ

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৬

শেখ হাসিনার সঙ্গে প্রণবপুত্রের সাক্ষাৎ

Manual8 Ad Code
download (1)
সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ভারতের লোকসভার সদস্য ও দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি। শনিবার (১৮ জুন) দুপুরে জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারত সরকার ও সেদেশের জনগণের সহায়তার কথা স্মরণ করেন। তিনি বলেন, এ সহায়তার কথা বাংলাদেশের জনগণ কখনোই ভুলবে না।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ উত্তরোত্তর বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
এ অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সুসম্পর্ক সবার জন্য ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ ও ভারতের মধ্যে আরো বর্ডার হাট স্থাপনের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটি সবার জন্য ভালো ফলাফল নিয়ে আসবে, চোরাচালান কমাবে।
সার্কভূক্ত দেশগুলোকে দারিদ্র্যমুক্ত করতে সবার সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অভিজিৎ মুখার্জি বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করে বলেন, বাংলাদেশের স্থান ভারতের জনগণের হৃদয়ে রয়েছে।
সাক্ষাতকালে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহজাবিন খালেদ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code