সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক :
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মধ্যে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে ভারত।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল একথা বলেন। ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্ন ছিল, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের ‘সাবেক’ নাকি ‘নির্বাসিত’ প্রধানমন্ত্রী বিবেচনা করে?
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা আগেই বলেছি যে- শেখ হাসিনা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। সুতরাং এ বিষয়ে আমাদের (ভারত সরকার) অবস্থান এটাই।
প্রশ্নকারী ওই ভারতীয় সাংবাদিক তার প্রশ্নের আগে মঙ্গলবার আওয়ামী লীগের একটি বিবৃতির প্রসঙ্গ টানেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর অভিনন্দন জানিয়ে ওই বিবৃতি দেয় আওয়ামী লীগ। বিবৃতিতে আওয়ামী লীগ শেখ হাসিনাকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ উল্লেখ করে।
ওই প্রশ্নের পর শেখ হাসিনা ইস্যুতে ভারত সরকারের অবস্থান তুলে ধরেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। পাশাপাশি আরেক প্রশ্নের জবাবে সম্প্রতি চট্টগ্রামের ইস্যু নিয়েও কথা বলেন তিনি।
রণধীর জয়সোয়াল বলেন, আমরা বাংলাদেশ সরকারের প্রতি হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
(সুরমামেইল/এমকেএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি