সিলেট ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৬
স্পোর্টস ডেস্ক : শেষ মুহূর্তের গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ। ফলে, লাস পালমাসের ঘরের মাঠ থেকে পূর্ণ পয়েন্ট পেল তারা। লা লিগার পয়েন্ট টেবিলে রিয়ালের অবস্থান এখন তিনে। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৬৩। সমান ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বার্সেলোনা। আর ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাতলেটিতো মাদ্রিদ। এদিন ম্যাচের ২৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস। ৮৭ মিনিটে সমতায় ফেরে লাস পালমাস। এর দুই মিনিট পর জয়সূচক গোল করেন রিয়ালের ক্যাসেমিরো। ওই গোলের ফলেই হাসিমাখা মুখ নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা।
Design and developed by ওয়েব হোম বিডি