শেষ জানার ব্যাকুলতা

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মে ২১, ২০১৬

শেষ জানার ব্যাকুলতা
Rupok

প্রচ্ছদ ছবি- রাফিউল

রুপক মর্তুজার……শেষ জানার ব্যাকুলতা

স্বপ্ন সম্পূর্ণ হওয়ার আগে ছিটকে পড়া,

কাউকে নিয়ে ভাবতে গিয়ে  ভাবনা থেকে হারিয়ে যাওয়া সে,

বড় আজব।

কিছু প্রিয় মুখকে প্রিয় নামে ডাকার অধ্যম ইচ্ছে থাকা স্বত্বেও শব্দহীন মুখ,

কিছু প্রশ্নের উওর নেই জেনেও উওর জানার ব্যকুলতা,

শ্রেষ্ঠ কিছু মুহূর্ত, শ্রেষ্ঠ  ভেবে না পাওয়া সুখ,

বড় আজব। বড় আজব এ পৃথিবী আর পৃথিবীর মানুষ।

 

একা থাকতে ভালই লাগে,

তারপরও আপন করার জন্য বাড়িয়ে দাওয়া হাত গুটানোর ব্যর্থতা,

আজ সব কিছুই যেন আজব লাগে।

 

সময়ে পরিবর্তনে মেঘের ছায়া সরে যাওয়ায় আমি ভীত নই,

কি আর হবে রৌদ্রতপে তো আর ঝলসাবনা?

 

সোনার খাঁচায় আদরের জীবনের চেয়েও

কুড়েঘরের মায়াটা বেশি টানে.

জীবনটা হয়তো এভাবেই কাটবেনা

পরিবর্তনের হাওয়া গাঁ শীতল করবে,

স্বপ্ন  গুলোর শেষ প্রান্তে এসে দাঁড়াবে

পাশে হয়ত অন্য কেউ,

যে শুধু শেষটাই জানে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com