শেষ দিনে আখেরি মোনাজাতে শরিক হলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৬

শেষ দিনে আখেরি মোনাজাতে শরিক হলেন প্রধানমন্ত্রী

Prodan

সুরমা মেইল নিউজ : বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিনে আখেরি মোনাজাতে শরিক হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে এই মোনাজাতে অংশ নেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা এই মোনাজাতে অংশ নেন। টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত ইজতেমার মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর ব্যাপক ঐক্য লাভের জন্য প্রার্থনা করা হয়। ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাদ এই মোনাজাত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com