শেষ হলো জঙ্গি আস্তানার অভিযান, নিহত ২

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৬

সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর আশকোনোর জঙ্গি আস্তানায় অভিযান শেষ হয়েছে। এতে দুইজন নিহত হয়েছে বলে ঘটনাস্থলে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন।

নিহতদের একজন হলো জঙ্গি ইকবাল ওরফে সুমনের স্ত্রী শাকিরা। অপরজন হলো আজিমপুরের জঙ্গি আস্তানায় নিহত জঙ্গি তানভীর কাদেরীর ছেলে আবির (১৪)।

এ ছাড়া অভিযানের সময় নিহত নারীর চালানো আত্মঘাতী হামলায় তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হন। এর মধ্যে নিহত শাকিরার মেয়ে সাবিনাকে (৫) গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শনিবার সকাল ৯টায় মিরপুরের রূপনগর অভিযানে নিহত জঙ্গি মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহারসহ চারজন আইন-শৃঙ্খলাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এরা হলো জঙ্গি জাহিদের মেয়ে (নাম জানা যায়নি), জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা ও তার মেয়ে (নাম জানা নেই)।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অভিযান শেষ হয়েছে, এখন চলছে উদ্ধার অভিযান।

এ ছাড়া ঘটনাস্থলে উপস্থিত ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিঞা এবং পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম আলাদাভাবে ব্রিফিং করেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২টায় দক্ষিণখানের আশকোনা এলাকার হাজিক্যাম্পের কাছে ৩ তলা ওই ভবনটিতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com