শ্রীমঙ্গলের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৬

শ্রীমঙ্গলের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

file (6)

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পৌরসভার ভিতরের অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়েছে। শনিবার (১৮ জুন) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার শহীদুল হক এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, কাউন্সিলর মীর এম এ সালাম প্রমুখ।

উচ্ছেদ অভিযানে শহরের ভানুগাছ রোড, স্টেশন রোড, নতুন বাজার, পুরান বাজার, সাগর দিঘীরোড, কাচাবাজারে অভিযান চালিয়ে ফুতপাত দখল মুক্ত করা হয় এবং বিভিন্ন দোকানঘর নির্মান করে অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী ব্যবসায় প্রতিষ্ঠান (স্থাপনা) গুঁড়িয়ে দেওয়া হয়।

উল্লেখ্য বৃহস্পতিবার বিকেলে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করার জন্য পৌরসভা থেকে নোটিশ দেওয়া হয়েছিল। একধিকবার নোটিশ দেওয়ার পরও স্থাপনাগুলো সরিয়ে নেয়নি সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com