সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, জুন ৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুরের ঐতিহ্যবাহী রাধানাথ সেবাশ্রমের কয়েকশ’ বছরের পুরাতন রাধারাণীর একটি মূর্তিসহ গোপালের ৪টি মূর্তি, অলঙ্কার চুরি হয়েছে। শনিবার ভোররাতে এই চুরির ঘটনা ঘটে বলে জানায় মন্দিরের লোকজন।
ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো. মাহাবুব জানান- মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালাপুরের ঐতিহ্যবাহী রাধানাথ সেবাশ্রমের দরজা ভেঙে ৪৫০ বছরের পুরাতন একটি রাধারাণীর মূর্তি, ৪টি গোপাল মূর্তি, সোনা ও রূপার অলংকার ও কয়েক কেজি ওজনের তামা-কাসার সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শ্রীমঙ্গল কালাপুর গোসাই বাড়ির রাধানাথ সেবাশ্রমের সেবায়েত অঞ্জন গোস্বামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যে একদল দুর্বৃত্ত প্রায় ৫শ’ বছরের পুরাতন রাধানাথ সেবাশ্রমের রাধাকৃষ্ণ মন্দিরের দরজা ভেঙে ৫টি মূর্তি, স্বর্ণালংকারসহ পূজার প্রাচীন সামগ্রী নিয়ে যায়।এ সময় দুর্বৃত্তরা মন্দিরের ভেতরের অনান্য মালামাল তছনছ করে এবং মন্দিরে রক্ষিত বিভিন্ন ধর্মীয় বই ছিঁড়ে চারিদিকে ছিটিয়ে ফেলে রাখে।
তিনি জানান, বংশানুক্রমে এই মুর্তিগুলোকে তারা পূজা দিয়ে আসছেন। প্রতিবছর হাজার হাজার ভক্ত এই মূর্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে।
এ ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধির কুমার দেব, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এম মতিলিব ও সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি