সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইউসুফপুর এলাকায় সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় এক পথচারির নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাছুম (২২) একই উপজেলার সদর ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামের আছকর বক্সের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাছুম বাইসাইকেলে করে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। পথে ইউসুফপুর এলাকায় পেছন দিক থেকে সিএনজির চালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহেদা বেগম জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি