শ্রীমঙ্গলে ইউপি নির্বাচনে স্বামী-স্ত্রী ও ভাইয়ের লড়াই

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মে ২১, ২০১৬

শ্রীমঙ্গলে ইউপি নির্বাচনে স্বামী-স্ত্রী ও ভাইয়ের লড়াই

17000

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী, স্ত্রী ও সহোদর ভাই নিবাচনী লড়াইয়ে অংশ নিয়েছেন।

এরা হলেন, ভূনবীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি মো: চেরাগ আলী (আনারস), তার স্ত্রী সুফিয়া বেগম (অটোরিকশা) ও ছোট ভাই শাহ মো: আলী মিয়া (মটরসাইকেল)।

চেয়ারম্যান প্রার্থী মো: চেরাগ আলী বলেন- আমি আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। আমার প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থীর লোকজনের ভোট ডাকাতির রোধে আমি কৌশল হিসেবে আমার স্ত্রী ও ছোট ভাইকে নির্বাচনে দাড় করিয়েছি।

তবে ভুনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের বাসিন্দা শুশীল ঘোষের কাছে জানতে চাইলে তিনি জানান- আলী মিয়া ও সুফিয়া বেগমের মার্কার কোনও প্রচার প্রচারণা নেই, পোস্টারও নেই।

এছাড়া এ ইউনিয়নে আওয়ামী লীগ থেকে বর্তমান চেয়ারম্যান আব্দুর রশীদ ও বিএনপি থেকে মো: ফারুক আহমেদ নির্বাচনে অংশ নিয়েছেন। আগামী ২৮ মে পঞ্চম ধাপে এ উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com