শ্রীমঙ্গলে একটি মণ্ডপে আগাম দুর্গাপূজা শুরু

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬

শ্রীমঙ্গলে একটি মণ্ডপে আগাম দুর্গাপূজা শুরু

30839নিজস্ব সংবাদদাতা :: দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীরা মূর্তি তৈরির কাজে ব্যস্ত সেখানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ইছামতি চা বাগানে মঙ্গল চন্ডিরথলীতে পৌরানিক নিয়ম অনুযায়ী দেবি দুর্গার ৯টি রূপে দশ দিনব্যাপী পূজা অর্চ্চনার প্রথম দিন শনিবার দুপুরে দুর্গাদেবীর শৈলপুত্রী রূপে পূজা করা হয়।

পূজা কমিটির সভাপতি পরিমল ভৌমিক জানান, এভাবে আগামী নবমী তিথি পর্যন্ত (১০ অক্টোবর) দেবীর ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালো রাত্রী, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী রূপে পূজা করা হবে।

এ পূজা অর্চ্চনা বয়ে আনবে জগৎ শান্তি জানালেন পূজার পুরহিত শিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য। অসুরদের দমন করে মা দুর্গা যেভাবে স্বর্গরাজ্য জয় করেছিলেন ঠিক সেভাবে পৃথিবীর বর্তমান অশান্তি দূর করবেন এমনটাই আশা নিয়েই এ বছর এ পূজার আয়োজন করেছেন বলে জানালেন পূজা কমিটির সহ-সভাপতি সুরঞ্জিত দাশ। আর এ পূজা দেখতে শনিবার সকাল থেকেই মণ্ডপে ভিড় হচ্ছে প্রচুর দর্শনার্থীর।

পূজা কমিটির সাধারণ সম্পাদক ঝিনুক বৈদ্য জানান, এই ঐতিহাসিক স্থানটিকে ধরে রাখতে কয়েক বছর ধরে তারা এখানে দেবীর নবরূপে পূজা করে আসছেন। তবে এর স্থায়ী রূপ দিতে প্রয়োজন সরকারসহ দানশীলদের সহায়তা।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com