সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সূত্র থেকে জানা যায়, গতকাল শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার কলেজরোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। আটককৃত হলো মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পাবই গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে মজিদ মিয়া (৩৫), হাজীপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে জোনাব আলী ওরফে জুনাইদ (৫০), লালারচক গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে রমছু মিয়া (৪৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর গ্রামের শ্রীতরতি গ্রামের মৃত ফুলমিয়ার ছেলে রবিউল ইসলাম উরুফে রবি (৩০)। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা প্রত্যেকেই আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তাদের নামে মৌলভীবাজারসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি