শ্রীমঙ্গলে নকল সুরক্ষা সামগ্রী বিক্রির দায়ে ২প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

শ্রীমঙ্গলে নকল সুরক্ষা সামগ্রী বিক্রির দায়ে ২প্রতিষ্ঠানকে জরিমানা

সুরমামেইলডটকম:  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নকল এবং বেশী দামে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এসময় বিপুল পরিমান নকল হ্যান্ড সেনিটারাইজার, মাক্স এবং পিপিই উদ্ধার ও জব্দ করা হয়। সোমবার ২৯ জুন দুপুরে শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমান আদালত শহরের সাইফুর রহমান মার্কেটে গিয়ে হাসু তালুকদার নামে এক ব্যবসায়ীকে নকল হ্যান্ড সেনিটারাইজার, মাক্স এবং পিপিই সংসক্ষন ও বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করে। এছাড়া অতিরিক্ত দামে স্যাভলন বিক্রি করায় জয়ন্তী এন্টারপ্রাইজ নামে আরো এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় স্বাস্থ্য সুরক্ষার বিপুল পরিমান নকল পন্য জব্দ করা হয়। পরে এসব নকল পন্য প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুর রহমান মামুন জানান, করোনার এই সংকটকালে নকল স্বাস্থ্য সুরক্ষা পণ্য কেনাবেচা করা কোন ভাবেই মেনে নেয়া হবে না। এজন্য প্রশাসন কঠোর। তিনি বলেন, নকল স্বাস্থ্য সুরক্ষা পণ্য বিক্রি ও সংরক্ষন এর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বিথী

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com