শ্রীমঙ্গলে পরিবহন ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬

Manual2 Ad Code

শ্রীমঙ্গল সংবাদদাতা :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরাগ দেব (২৭) নামে এক পরিবহন ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

Manual2 Ad Code

পরাগ দেব মাঝেরগাঁও এলাকার প্রদীপ দেব’র পুত্র। সে পরিবহন ব্যবসা করলেও নিজে ট্রাক চালাত বলে জানা গেছে।

ভোরে শ্রীমঙ্গল শহরতলীর উত্তর ভাড়াউড়া গ্রামের নিজ বাড়ির পাশে গাছের ডালে গলায় রশি পেচানো অবস্থায় দেখে বাড়ির লোকজন। মৃতের পা মাটিতে থাকা অবস্থায় দেখে এলাকাবাসী পরাগকে পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে।

Manual8 Ad Code

পরাগ দেব’র বন্ধুরা জানান, পরাগ বাড়ির পাশের মাঠে রাত সাড়ে ১১টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলেছে, তাদের ধারনা তাঁকে পরিকল্পিত ভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হতে পারে।

শ্রীমঙ্গল থানার পুলিশ উপ-পরিদর্শক ওসি (তদন্ত) মো. জসিম মিয়া জানান, পরাগের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণের জন্য শ্রীমঙ্গল থানাতে নিয়ে যাওয়া হচ্ছে। ময়না তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Manual2 Ad Code

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানাতে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code