শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে নারী খুন

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৬

শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে নারী খুন

images (6)
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জের ধরে শাবানা বেগম (৩৩) নামে এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভুনবী ইউনিয়নের মতিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাবানা বেগম ভুনবী ইউনিয়নের মতিগঞ্জ গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী। আহতরা হলেন- নিহত শাবানার মা মায়া বেগম (৫০), ভাইয়ের বৌ সেলিনা বেগম (৩৩) ও জয়নাল মিয়া। তাদের মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাবানা বেগমের সৎ ভাই বিলাল, মোজাম্মেল, দুলালের সঙ্গে বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে হঠাৎ দলবল নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় শাবানা বেগম এগিয়ে এলে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে প্রতিপক্ষ। পরে আহতাবস্থায় থাকে উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহবুবুর রহমান এ ব্যাপারে নিশ্চিত করে বলেন, থানায় মামলার প্রস্তুুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com