সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৪
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বেপরোয়া গতির বালুবোঝাই ট্রাকচাপায় শিশুকন্যাসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে খালা ও ভাগনি।
সোমবার (০১ জুলাই) রাতে উপজেলার ভূনবীর ইউপির পাত্রীকুল গ্রামের কাছে ভূনবীর-আথানগিরি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালা উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম পাত্রীকুল এলাকার কলিম উল্লার মেয়ে পিয়ারা বেগম ও পিয়ারা বেগমের বোনের মেয়ে একই ইউপির আলিসারকুল গ্রামের দুদু মিয়ার মেয়ে সাদিয়া আক্তার মুন্নি। মুন্নি আলিসারকুল প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভূনবীর-আথানগিরি সড়কে পিয়ারা বেগম ও তার বোনের মেয়ে সাদিয়া হেঁটে পাত্রীকুল যাচ্ছিল। এ সময় দুটি ট্রাক ভূনবীরের দিকে বালু আনতে বেপরোয়া গতিতে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক অপরটিকে ওভারটেক করার সময় সড়কের পাশে পিয়ারা ও সাদিয়াকে চাপা দিলে ঘটনাস্থলে পিয়ারা বেগম নিহত হন। সাদিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকাবাসী লাশ নিয়ে ওই সড়ক রাত ১০টা পর্যন্ত অবরোধ করে রাখে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব ও থানার পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আবু তালেব বলেন, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে অভিযান পরিচালনা করা হবে।
মঙ্গলবার শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, নিহতের ঘটনায় দুটি ট্রাক আটক করা হয়েছে এবং ওই দুটি ট্রাকের চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
(সুরমামেইল/এসএন)
Design and developed by ওয়েব হোম বিডি