শ্রীমঙ্গলে মিটার টেম্পারিং করে গ্যাস বিক্রি, ফিলিং স্টেশন বন্ধ

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৪

শ্রীমঙ্গলে মিটার টেম্পারিং করে গ্যাস বিক্রি, ফিলিং স্টেশন বন্ধ

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নে অবস্থিত ‘মেরিগোল্ড সিএনজি গ্যাস ফিল্ড স্টেশন’ নামে একটি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা করেছে জালালাবাদ গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মিটার টেম্পারিংয়ের অভিযোগের ভিত্তিতে ফিলিং স্টেশনটি বন্ধ ঘোষণা করা হয়।

 

জানা যায়, মেরিগোল্ড সিএনজি গ্যাস ফিল্ড স্টেশনে গ্যাস সরবরাহ করে থাকে জালালাবাদ গ্যাস ফিল্ড। মঙ্গলবার জালালাবাদ গ্যাস ফিল্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা মেরিগোল্ড গ্যাস ফিল্ডে পরিদর্শনের সময় মালিক ও প্রকৌশলীর বিরুদ্ধে মিটার টেম্পারিংয়ে অভিযোগ পায়। অর্থাৎ অবৈধভাবে গ্রাহকদের কম গ্যাস বিক্রি করছিল ফিলিং স্টেশনটি। পরবর্তীতে জালালাবাদ গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ সব ধরনের সংযোগ বন্ধ করে দেয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- প্রকৌশলী মাসুদর রহমান ডিজিএম জালালাবাদ গ্যাস ফিল্ড মৌলভীবাজার, গৌতম দেব ম্যানেজার জালালাবাদ গ্যাস ফিল্ড শ্রীমঙ্গলসহ বিভিন্ন দফতরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এসকে)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com