শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে ৬ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৬

শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে ৬ মাদক ব্যবসায়ী আটক

images (2)
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় র‌্যাবের অভিযানে ৬ মাদক ব্যবসায়ীকে আটক। রবিবার রাত ৯টার দিকে শ্রীমঙ্গল শহরের আরামবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সোমবার র‌্যাব ৯ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, রবিবার রাত ৯টার দিকে শ্রীমঙ্গলের আরামবাগ আবাসিক এলাকায় অভিযান চালায় র‌্যাব ৯ এর একটি টিম। এ সময় ১০ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করাপ হয়। তারা দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসা করে আসছে বলে জানিয়েছে র‌্যাব। আটককৃতরা হলেন, আকাশ রবিদাস সাগর (২৫), মহিবুল মিয়া (২৫), শ্রী সজল দেবনাথ (৪৫), মহব্বত আলী (২৯), সৈকত কর (২২) ও প্রশান্ত দেবনাথ (৩২)।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com