সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুনবীর পাত্রিকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্রী ধর্ষিত হবার তিন দিনের মাথায় ধর্ষকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, গত শনিবার (৯ এপ্রিল) বাড়ির উঠান থেকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে একই গ্রামের শহিদ মিয়া ওই শিশুকে তার বাড়িতে নিয়ে গিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর এলাকার মাতব্বর ফটিক মিয়া, সুরুক মিয়া, হান্নান মিয়া ধর্ষিতার পরিবারকে হাসপাতালে না গিয়ে গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা করার চাপ দেন। এবং শালিস বৈঠকে ঘটনাটি মিমাংশা করার নির্দেশ দেন।
পরে ধর্ষিতা শিশুটির অবস্থার অবনতি ঘটলে তাকে শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার শিশুর বাবা মোঃ দুরুদ মিয়া। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে ৪ জনকে আসামী করে শ্রীমঙ্গল থানায় মামলা করে ধর্ষিতার পরিবার। শ্রীমঙ্গল পুলিশ মঙ্গলবার ভোরে রাজপাড়া গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক শহিদ মিয়া, মাতব্বর ফটিক মিয়া ও সুরুক মিয়াকে আটক করে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করে।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান- সোমবার রাতে হাসপাতাল থেকে ধর্ষনের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল রাজপাড়া গ্রাম পরিদর্শন করি। পরে ধর্ষিতার পরিবার লিখিত অভিযোগ এর প্রেক্ষিতে মঙ্গলবার ভোরে ধর্ষক শহিদ মিয়া ও গ্রাম্য মাতব্বরকে আটক করে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি