শ্রীমঙ্গল রেল স্টেশন, যেন কোন অভিবাবক নেই

প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৬

শ্রীমঙ্গল রেল স্টেশন, যেন কোন অভিবাবক নেই

index-279-617x330

সুরমা মেইল নিউজ : সিটবিহীন একটি ট্রেনে টিকেট বিক্রয় করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের একদিনের আয় প্রায় লক্ষাধিক টাকা। একথাটি জানিয়েছেন রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ জাহাঙ্গীর আলম।

এদিকে যাত্রীরা জানিয়েছেন তারা অসহনীয় চমর দুর্ভোগ ও যন্ত্রনা নিয়ে তারা এ পথে রেলে চলাফেরা করছেন। যাত্রীরা আরো জানান, ছোট ছোট শিশু সন্তান ও মহিলাদের নিয়ে সিট বিহীন অবস্থায় চরম ভোগান্তিতে পেটের দায়ে এই দীর্ঘ পথ পারি দিতে হচ্ছে। এ রেলপথের যেন কোন অভিবাবক নেই, কেউ দেখার নেই।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার জাহাঙ্গির আলম জানান, রেলওয়ের সিলেট-চট্টগ্রাম রেল পথে পাহাড়িকা এক্সপ্রেসে ট্রেনের চট্টগ্রামের কোন সিট নেই। এরপর ১২ জুলাই মঙ্গলবার সিলেট-চট্টগ্রাম রেলওয়ে সড়কের পাহাড়ীকা এক্সপ্রেসে যাত্রীদের মাঝে শ্রীমঙ্গল থেকে সিট বিহীন অবস্থায় একদিনে টিকেট বিক্রয় করে ৮৯ হাজার ৩২০ টাকা আয় করা হয়েছে। যা পূর্বাঞ্চল রেলওয়ের সিলেট-চট্টগ্রাম রেল পথে সর্বোচ্চ রাজস্ব আদায় বলে তিনি জানান।

তিনি জানান- ঈদ পুর্ববর্তী ঢাকা-সিলেট,ঢাকা-চট্টগ্রাম লাইনে সকল ট্রেনে শ্রীমঙ্গল থেকে যে পরিমান টিকেট বিক্রয় হতো তার চেয়ে অনেক বেশী।

তিনি আরো জানান- ঈদ পরবর্তী গত চারদিন টিকেট বিক্রয়ের পরিমান ঈদ পুর্ববর্তী এক সাপ্তাহের তুলনায় দ্বিগুনেরও বেশী। জাহাঙ্গীর আলম জানান, ৮ জুলাই শুক্রবার থেকে ৫দিনে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত শ্রীমঙ্গর-ঢাকা, শ্রীমঙ্গল-চট্টগ্রাম রেল লাইনের বিভিন্ন ট্রেনে ৭ লক্ষ ৩৭ হাজার ৯২৮ টাকার বিক্রয় করা হয়। এর মধ্যে শ্রীমঙ্গল-চট্টগ্রাম রেল লাইনের পাহাড়ীকা এক্সপ্রেসের যাত্রীদের মাঝে শ্রীমঙ্গল থেকে সিট বিহীন অবস্থায় একদিনে টিকেট বিক্রয় করা হয় ৮৯ হাজার ৩২০ টাকার।

এর আগে ঈদ পুর্ববর্তী ১ জুলাই শুক্রবার থেকে ৬ জুলাই বুধবার পর্যন্ত গত ৬ দিনে টিকেট বিক্রয়ের পরিমান ছিল ৩ লক্ষ ৯০ হাজার ৬৯৮ টাকা। এদিকে ভুক্তভোগী সিট বিহীন গামের্ন্টেস কর্মী জমিলা খাতুন তার দুই শিশু সন্তান, চাকুরীজীবি আজগর আলী ও তার স্ত্রী ঝর্ণা বেগম তাদেরও দুই শিশু সন্তান নিয়ে পাহাড়ীকা এক্সপ্রেসে ট্রেন যোগে সিট বিহীন অবস্থায় চট্টগ্রাম যাওয়ার জন্য এবং কবির হোসেন ও তার স্ত্রী তিন সন্তান নিয়ে লাকসাম যাওয়ার জন্য স্টেশনে ট্রেনের অপেক্ষা করছেন। তারা সবাই জানান, সরকারের ট্রেনের প্রতি কোন নজর নেই। যাত্রীরা আরো বলেন, টেলিভিশন ও পত্রিকার পাতা উল্টারেই দেখা যায় সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করছেন, বলে বক্তা বৃবিত্তি দিচ্ছে। অতচ এ পথে রেলে একবার উঠে দেখেন কি অবস্থা। তারা অসহনীয় চমর দুর্ভোগ ও যন্ত্রনা নিয়ে এ পথে রেলে চলাফেরা করছেন।

তারা আরো জানান, ছোট ছোট শিশু সন্তান ও মহিলাদের নিয়ে সিট বিহীন অবস্থায় চরম ভোগান্তিতে পেটের দায়ে এই দীর্ঘ পথ পারি দিতে হচ্ছে। এ রেলপথের যেন কোন অভিভাবক নেই, কেউ দেখার নেই।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com