সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৫
সুরমা মেইলঃ ১৯৯৩ সালে লংকার মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ভারত, মোহাম্মদ আজহার উদ্দিনের নেতৃত্বে। এরপর থেকে শুধুই হতাশা, সিরিজ হারের আক্ষেপ। এবার বিরাট কোহলির নেতৃত্বে শ্রীলংকার মাটিতে নতুন ইতিহাস গড়ল ভারত। দীর্ঘ ২২ বছর পর শ্রীলংকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে তারা।
গত দুই টেস্ট ম্যাচে দুই দলই জিতেছিল একটি করে। ফলে সিরিজে সমতা ছিল ১-১ ব্যবধানে। সিরিজ নির্ধারণী কলম্বো টেস্টে মঙ্গলবার ভারত জিতেছে ১১৭ রানের বড় ব্যবধানে। ফলে ২-১ ব্যবধানে সিরিজের ট্রফি নিশ্চিত করল কোহলিরা।
শুধু তাই নয়, দীর্ঘ চার বছর পর বিদেশের মাটিতে কোন সিরিজ জয় এটি ভারতের। ২০১১ সালের জুনে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিদেশের মাটিতে কোন সিরিজ জিতেছিল ভারত। এর মাঝে খেলেছে সাতটি সিরিজ, এর মধ্যে ছয়টিতেই হার। একমাত্র ড্র, গেল জুনে বাংলাদেশের বিরুদ্ধে এক টেস্ট সিরিজে।
Design and developed by ওয়েব হোম বিডি