শ্রীলংকার মাটিতে নতুন ইতিহাস গড়ল ভারত

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৫

শ্রীলংকার মাটিতে নতুন ইতিহাস গড়ল ভারত

Manual7 Ad Code

2015_09_01_16_30_03_8WUS7F7FfoP9TYlxBjPsqgpFQjJoH5_original

সুরমা মেইলঃ ১৯৯৩ সালে লংকার মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ভারত, মোহাম্মদ আজহার উদ্দিনের নেতৃত্বে। এরপর থেকে শুধুই হতাশা, সিরিজ হারের আক্ষেপ। এবার বিরাট কোহলির নেতৃত্বে শ্রীলংকার মাটিতে নতুন ইতিহাস গড়ল ভারত। দীর্ঘ ২২ বছর পর শ্রীলংকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে তারা।

Manual6 Ad Code

গত দুই টেস্ট ম্যাচে দুই দলই জিতেছিল একটি করে। ফলে সিরিজে সমতা ছিল ১-১ ব্যবধানে। সিরিজ নির্ধারণী কলম্বো টেস্টে মঙ্গলবার ভারত জিতেছে ১১৭ রানের বড় ব্যবধানে। ফলে ২-১ ব্যবধানে সিরিজের ট্রফি নিশ্চিত করল কোহলিরা।

Manual1 Ad Code

শুধু তাই নয়, দীর্ঘ চার বছর পর বিদেশের মাটিতে কোন সিরিজ জয় এটি ভারতের। ২০১১ সালের জুনে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিদেশের মাটিতে কোন সিরিজ জিতেছিল ভারত। এর মাঝে খেলেছে সাতটি সিরিজ, এর মধ্যে ছয়টিতেই হার। একমাত্র ড্র, গেল জুনে বাংলাদেশের বিরুদ্ধে এক টেস্ট সিরিজে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code