ষড়যন্ত্রে যারা লিপ্ত তারাই অস্ত্র রেখে গেছে

প্রকাশিত: ৬:২০ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০১৬

ষড়যন্ত্রে যারা লিপ্ত তারাই অস্ত্র রেখে গেছে

file (7)

সুরমা মেইল নিউজ : উত্তরার একটি খাল থেকে ৯৭টি পিস্তলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে যারা লিপ্ত, তারাই এখানে অস্ত্র ফেলে রেখে গেছে। এই ঘটনা দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৮ জুন) রাত সাড়ে দশটায় উত্তরা ১৪ নং সেক্টরের দিয়াবাড়ি খালে অস্ত্র উদ্ধার কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এখানে দুপুর থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করি।এই অভিযানে এখন পর্যন্ত ৯৭টি পিস্তল, এক হাজার ৬০টি গুলি ও ২৬১টি এসএমজি’র ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। দেশব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযানের ফলে ভীত হয়ে চক্রান্তকারী ও দুর্বত্তরা এতগুলো অস্ত্র নিজেদের কাছে না রেখে এখানে ফেলে গেছে।

উল্লেখ্য, শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উদ্ধার অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com