জেলা কমিটির সাধারন সম্পাদক আকলিছ আহমদ চৌধুরীর পরিচালনায় ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় জনতা পার্টির জেলা সভাপতি ও প্রবীন আইনজীবি আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী, বিশেষ অথিতির বক্তব্য রাখেন, জাতীয় জনতা পার্টি নেতা ও বীর মুক্তিযুদ্ধা তৈয়ব আলী কামান্ডার, প্রবীন ব্যাক্তিত্ব আব্দুর রউফ, কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মাহমুদুর রহমান লায়েক, সদস্য আজহার শাহজান, মহানগর কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হোসেন আহমেদ, দপ্তর সম্পাদক কিরণ দেব নাথ।
বর্তমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী বলেন, বর্তমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে দেশে একটি জাতীয় ঐক্য গড়ে তুলা অত্যাবৈশ্যক। এব্যাপারে অতি সত্তর গোলটেবিল বৈঠকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানান।