সংবাদমাধ্যমের ক্যামেরা প্রবেশের অনুমতি তুলে নিল এফডিসি

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২৩

সংবাদমাধ্যমের ক্যামেরা প্রবেশের অনুমতি তুলে নিল এফডিসি

বিনোদন ডেস্ক :
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) গণমাধ্যমের ক্যামেরা প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বুধবার এফডিসির এক দাপ্তরিক আদেশে বলা হয়, সংবাদ গ্রহণের উদ্দেশ্যে মিডিয়ার ক্যামেরা প্রবেশ করলে অবশ্যই বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর নিজস্ব লেটার হেডপ্যাডে আবেদন করতে হবে।

 

এফডিসির এ সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান গণমাধ্যমকর্মীরা। এই সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন অনেকে।

 

সমালোচনার মুখে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছে এফডিসি। তবে ইউটিউব চ্যানেলের ক্যামেরা প্রবেশে অনুমতি নিতে হবে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই দাপ্তরিক আদেশটি সংশোধন করেছে এফডিসি কর্তৃপক্ষ।

 

বৃহস্পতিবার বিকেলে দেওয়া আদেশে বলা হয়, ‘শুধু যে সব মিডিয়ার ক্যামেরা বাণিজ্যিক উদ্দেশ্যে বিএফডিসিতে প্রবেশ করবে, তাদেরকে পরিচালক (উৎপাদন) বরাবর আবেদন করতে হবে।’

 

বাণিজ্যিক উদ্দেশ্যের বিষয়ে নাম না প্রকাশের শর্তে এফডিসির এক কর্মী বলেন, ‘শুধু ইউটিউবে প্রচারের জন্য যারা এফডিসিতে ক্যামেরা নিয়ে আসবেন, তাঁদের অনুমতি নিতে হবে। সংবাদকর্মীদের আলাদা কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।’

 

এর আগে আরও কয়েকবার গণমাধ্যমকর্মীদের এফডিসিতে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তখন দাবি করা হয়েছিল, কেপিআইভুক্ত অঞ্চল হিসেবে এফডিসির নিরাপত্তা জোরদারে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com