সংবাদ প্রকাশে অনিয়ম, আলজাজিরার অফিস বন্ধ করে দিয়েছে ইরাক সরকার

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৬

সংবাদ প্রকাশে অনিয়ম, আলজাজিরার অফিস বন্ধ করে দিয়েছে ইরাক সরকার

images

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের যোগাযোগ ও গণমাধ্যম কমিশন রাজধানী বাগদাদে অবস্থিত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার অফিস বন্ধ করে দিয়েছে এবং এর সাংবাদিকদের দেশের অভ্যন্তরের সংবাদ প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

বুধবার আলজাজিরাকে দেয়া একটি চিঠিতে ইরাকি কমিশন জানিয়েছে, সংবাদ প্রকাশের নিয়ম ভাঙ্গার কারণে তারা আল জাজিরার লাইসেন্স বাতিল করেছে। কমিশনের এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছে আলজাজিরা, তবে তারা প্রতিজ্ঞা করেছে যে কোন উপায়েই তারা ইরাকের সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে।

একটি বিবৃতিতে তারা জানিয়েছে, আলজাজিরা শুরু থেকেই চরম পেশাদারিত্ব এবং নিয়ম নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে আসছে এবং ইরাকের বর্তমান ঘটনাবলির সংবাদ পরিবেশনে তাদের সম্পাদক মণ্ডলী প্রতিজ্ঞাবদ্ধ। কোন ধরনের আইন ভঙ্গের ব্যাপারে জড়িত থাকার কথা তারা প্রত্যাখ্যান করে বলেছে, ইরাকি কমিশনের বর্তমান সিদ্ধান্ত বাক স্বাধীনতার সাথে সংঘাতপূর্ণ। তাদের বাগদাদ অফিস আবার চালু হবে বলে আশাবাদী তারা। কারণ ইরাকি গণমাধ্যমের স্বাধীনতা ইরাকের সংবিধান দ্বারা সুরক্ষিত।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com