সংবিধান মানলে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন : এরশাদ

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬

সুরমা মেইল ডেস্ক :: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা সংবিধান সম্মতভাবেই জাতীয় নির্বাচন চাই। সংবিধান মানলে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে।

তিনি বলেন, আমরা চাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মতো বর্তমান সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠুভাবে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠান হোক।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামী ১ জানুয়ারি দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাপার মহাসমাবেশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আগামীতে কারো সঙ্গে জোট করবেন না জানিয়ে এরশাদ বলেন, জোট করে বার বার ক্ষতিগ্রস্ত হয়েছি। বরং আমরা যতবারই এককভাবে নির্বাচন করেছি, প্রত্যেকবারই ভালো করেছি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com