সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
বিনোদন ডেস্ক: দর্শক জনপ্রিয়তায় কয়েক শতাধিক নাটক-টেকিফিল্ম রয়েছে অভিনেতা সজল’র ঝুলিতে। গেল বছর “রান আউট” ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। সেখানে দারুণ প্রশংসিত এ অভিনেতা। আরেক জন ঢাকাই চলচ্চিত্রের অগ্নি কন্যা মাহিয়া মাহি। অনেক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তিনি। নতুন খবর হচ্ছে দুই ভুবনের জনপ্রিয় এ দুই তারকাকে এবার একসঙ্গে বড় পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে। ছবির নাম “হারজিত”। কাশেম আলী দুলালের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। সজল বলেন, ছবিটিতে আমি অভিনয় করবো বলে বলছি না, সত্যি মন ছুঁয়ে যাবার মতো কাহিনি, সংলাপ থাকবে। যেমন রোমান্টিক তেমন অ্যাকশান সঙ্গে কমেডিও। সব মিলিয়ে বলবো, ইটস অ্যা ফুল প্যাকেজ অব এন্টারটেইনমেন্ট। আশা করি দর্শক নতুন কিছু পাবেন এই ছবি থেকে। মাহি বলেন, সজল ভাই দারুণ একজন অভিনেতা। তার অভিনীত অনেকগুলো নাটক দেখেছি। প্রথমবার তার সঙ্গে কাজ করতে যাচ্ছি। ভাবতেই খুব ভালো লাগছে। আশা করছি দর্শকরা বড়পর্দায় নতুন এই জুটিকে সাদরে গ্রহণ করবেন। এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান নিউ জেন ইন্টারটেইনমেন্ট সূত্রে জানা গেছে, আগামী মে মাস থেকে পুরোদমে “হারজিত” ছবির চিত্রায়নের কাজ শুরু হবে এবং চলতি বছর যেকোনো উপলক্ষে ছবিটি মুক্তি দেওয়া হবে।
Design and developed by ওয়েব হোম বিডি