সতীত্ব পরীক্ষায় ফেল : নববধূকে তালাক

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুন ১, ২০১৬

সতীত্ব পরীক্ষায় ফেল : নববধূকে তালাক

images-(2)আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলায় সতীত্ব পরীক্ষায় পাস না করায় বিয়ের মাত্র একদিন পরই নববধূকে তালাক দিয়েছেন স্বামী। আর সতীত্ব পরীক্ষার মাধ্যমটি ছিল পুরনো আর অবৈজ্ঞানিক।

তাদের বিয়ে হয়েছিল গত ২১ মে। তালাকের ঘটনা ঘটেছে এর মাত্র একদিন পর গত ২২ মে। নববধূর সতীত্ব পরীক্ষার জন্য স্বামীকে বাসর রাতে একটি সাদা চাদর দেওয়া হয় গ্রামের পঞ্চায়েতের পক্ষ থেকে। পরদিন সকালে গ্রামের মাতুব্বররা সেই চাদর পরীক্ষা করে দেখেন, এতে কোনো রক্তের কোনো দাগ নেই। তখন পঞ্চায়েত তাকে তালাক দেওয়ার অনুমতি দেয়।

সতীত্ব পরীক্ষার এই প্রক্রিয়াটি পুরোপুরি অবৈজ্ঞানিক এবং এর কোনো ভিত্তি নেই। একারণেই পুলিশি সহায়তায় মেয়েটি এখন মেডিকেল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া সে, লং জাম্প, সাইকেল চালানো ও অন্যান্য খেলাধূলার সঙ্গে যুক্ত ছিল। এ নিয়ে মেয়েটির পরিবার পুলিশকে লিখিত অভিযোগ করবে বলেও জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ডেকান চার্লর্স।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com