সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২০
সুরমা মেইল ডেস্ক : সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রচেষ্টায় সিলেট সদর উপজেলার বন্যাদুর্গতরা পাচ্ছে ১০০ মেট্রিক টন চাল ও ১০ লক্ষ টাকা।
পররাষ্ট্রমন্ত্রী ২৮ জুন এক ডিও লেটার পাঠান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান এমপির কাছে।
ডিও লেটারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট সদর উপজেলার জালালাবাদ, মোল্লারগাও,হাটখোলা , কান্দিগাও ইউনিয়ন সমুহ সম্পূন্ন রূপে প্লাবিত হয়েছে আর খাদিমনগর, টুকেরবাজার, খাদিমনগর ও টুলটিকর ইউনিয়ন আংশিক প্লাবিত হয়েছে। এই সব এলাকার দুর্গত মানুষদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মাত্র ১৮ মেট্রিক টন চাল ও ৭২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে যা বিশাল জনগোষ্ঠির জন্য খুবই কম।
এমতাবস্থায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার নির্বাচনী এলাকায় বিশেষ বরাদ্দের আহ্বান জানান।
এরই প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের পক্ষ থেকে সিলেট সদর উপজেলার বন্যাদুর্গতদের জন্য দ্রুত ১০০ মেট্রিক টন চাল ও ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি