সদর উপজেলায় ২৮ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৬

সদর উপজেলায় ২৮ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

GEDSC DIGITAL CAMERA
সুরমা মেইল নিউজ : সিলেট সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন, বর্তমান সরকার জনসাধারণের কল্যাণে দুর্যোগ যোগাযোগ ব্যাবস্থার ব্যাপক উন্নয়ন করছে। আওয়ামীলীগ সরকার টেকসই উন্নয়নে বিশ্বাসী। এ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই গ্রামীণ জনপদের উন্নয়ন সম্ভব হয়। বিশেষ করে সিলেট সদর উপজেলার যোগাযোগ ব্যাবস্থা উন্নত হয়েছে। শিক্ষা, কৃষি ও বিদুৎ উন্নয়নে অভূত পূর্ব সাফল্য অর্জিত হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি এ অঞ্চলের জনপ্রতিনিধি হওয়ায় এখানকার মানুষের চাহিদা সহজে পূরণ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাহজালাল (রহঃ) ৩ সেতু সার্ভিস রোড ২৮ লাখ টাকা ব্যয়ে উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোর্ডস এন্ড হাইওয়ের নির্বাহী প্রকোশলী মনিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, কান্দিগাও ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ জেলা যুবলীগ নেতা এস এম সায়েস্তা তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আজম আলী, সাধারণ সম্পাদক মুজাহিদ আলী, মো. সাজিদ আলী, সাংবাদিক এম রহমান ফারুক, ইউপি সদস্য আব্দুল জাহির, মনির আলী, আব্দুল্লা, মুহিবুর রহমান, তেরা মিয়া, বিশিষ্ট মুরব্বী আব্দুল মতিন, প্রবাসী আব্দুল কাদির, আকরম আলী মাসুক, সমাজসেবী সাজ্জাদ আহমদ, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন, কয়েস আহমদ নিজাম উদ্দীন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com