সদর উপজেলায় ৪৮ পূজা মন্ডবে দুর্গাপূজা অনুষ্টিত হবে

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬

সদর উপজেলায় ৪৮ পূজা মন্ডবে দুর্গাপূজা অনুষ্টিত হবে

সুরমা মেইল নিউজ :: সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। জাঁতি-ধর্ম-গোত্র নির্বিশেষে সবার মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় এ উৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। এ দৃষ্টান্ত যাতে বজায় থাকে সে ব্যাপারের তিনি সকলকে সর্তক থাকতে পরামর্শ দিয়েছেন।

রোববার (২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আসন্ন শারদীয় সার্বজনীন দুর্গাউৎসব সুষ্ঠ ও সুন্দর ভাবে উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

হিন্দু সম্প্রদ্বায়ের মহাউৎসব চলাকালীন সময়ে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠানে মতবিনিময় সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরোধ চন্দ্র দাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলেন্দু ভ‚ষণ দে অনুপ, সাধারণ সম্পাদক রাজু গোয়ালা।

এ সময় উপস্থিত ছিলেন- খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছর আহমদ, জালালাবাদ থানার ওসি আখতার হোসেন, আনসার-ভিডিপি’র উপজেলা অফিসার এ.এস.এম এনামুল হক প্রমুখ।

এবার সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়নের ৪৮ পূজা মন্ডবে শারদীয় দুর্গাউৎসব যথাযোগ্য মর্যাদায় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্যদিয়ে পালিত হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com