সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : আসন্ন সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে ৪২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন ও ৩৯০ জন সদস্য ও ৯১ জন মহিলা সদস্য মনোনয়নপত্র দাখিল করেন। দলীয়ভাবে হওয়া এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮টি ইউনিয়নে আওয়ামী লীগে বিদ্রোহী ৫ জন ও বিএনপির ৩ জন প্রার্থী রয়েছেন। সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তা সানজিদা আফরিন ছন্দার কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। জালালাবাদ ইউনিয়ন : এই ইউপিতে দলীয় মনোনয়ন পেয়ে আওয়ামী লীগের আশরাফ আলী ও বিএনপির ইসলাম উদ্দিন মনোনয়ন জমা দিয়েছেন। এই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন মনোহর আলী। বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ফয়সল আহমদ তারা মিয়া ও আতিকুর রহমান। এ ইউনিয়নে সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। মোঘলগাঁও ইউনিয়ন : মোগলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের হিরণ মিয়া ও বিএনপির মাসুক মিয়া চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ইউনিয়নে দুই দলের বিদ্রোহী প্রার্থী না থাকলেও আওয়ামী লীগ ঘরানার সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম টুনু মিয়াসহ স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নাজির উদ্দিন। এ ইউনিয়নে সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোয়নপত্র জমা দিয়েছেন খাদিমনগর ইউনিয়ন : এই ইউপিতে আওয়ামী লীগের তারা মিয়া ও বিএনপির ইলিয়াছ আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ডা. বাবুল আহমদ, সিরাজুল ইসলাম, গৌরাঙ্গ সরকার। এ ইউনিয়নে সদস্য পদে ৬৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। খাদিমপাড়া ইউনিয়নে : আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বিলালের পাশাপাশি বিদ্রোহী হয়েছেন যুবলীগ নেতা অ্যাডভোকটে আফসার উদ্দিন। এই ইউনিয়নে বিএনপির একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফারুক আহমদ। এছাড়া জাপা থেকে সেলিম আহমদ, ইসলামী আন্দোলন থেকে হাফিজ শরীফ আহমদ, স্বতন্ত্র হিসেবে মোজাম্মিল হোসেন লিটন, মুফতি মাওলানা মো. জাকারিয়া ও ফজলুল হক মনোয়নপত্র জমা দিয়েছেন। এ ইউনিয়নে সদস্য পদে ৬৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। কান্দিগাঁও ইউনিয়ন : আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিনের পাশাপাশি বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাজাদ মিয়া। বিএনপির একক প্রার্থী আহমদ আলী মনোয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, আবদুল মনাফ ও আবদুল মতিন। এ ইউনিয়নে সদস্য পদে ৫৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। টুলটিকর ইউনিয়ন : আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মছব্বিরের পাশাপাশি বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এসএম আলী হোসেন। এই ইউনিয়নে বিএনপির একক প্রার্থী হয়েছেন মুহিবুর রহমান। এছাড়া লুৎফুর রহমান স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ইউনিয়নে সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। হাটখোলা ইউনিয়ন : এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী খুর্শিদ আহমদ ও বিএনপির আজির উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন চাঁন মিয়া। বিএনপি প্রার্থী এককভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, রহমত উল্লাহ, শাকিব জামান, শামস উদ্দিন, খেলাফত মজলিস সমর্থিত প্রার্থী মো. রফিকুজ্জামান। এ ইউনিয়নে সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। ৬টুকেরবাজার ইউনিয়ন : আওয়ামীলীগের এক প্রার্থী আলতাফ হোসেন ও বিএনপির মনোনিত প্রার্থী শহীদ আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন দেলোয়ার হোসেন জয়। এ ইউনিয়নে সদস্য পদে ৪৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি