সন্তানের জন্য বিয়ের প্রয়োজন নেই : সালমান

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

সন্তানের জন্য বিয়ের প্রয়োজন নেই : সালমান

বিনোদন ডেস্ক :: বিয়ে নিয়ে একদমই চিন্তিত করছেন না বলিউডের সুপারস্টার নায়ক সালমান খান। সন্তানের ব্যাপারে আগ্রহী থাকলেও বিয়ে নিয়ে তার বিন্দুমাত্র আক্ষেপ নেই। দেশের অন্যতম নজরকাড়া ব্যাচেলর সালমানের বিয়ে এবং প্রেমঘটিত সম্পর্ক নিয়ে মানুষের ভাবনার কোনও অন্ত নেই৷ ‘কবে বিয়ে করছেন ভাইজান?’ -এ যেন কোটি টাকার প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর? এবার সে বিষয়ে মুখ খুললেন সালমান।

আম আদমির সালমানের বিয়ে নিয়ে যতই চিন্তা থাকুক না কেন, সালমান কিন্তু এখনও নিজের বিয়ে নিয়ে বিশেষ চিন্তিত নয়। জীবনে সন্তান চাইলেও বিয়েতে মনে হয় তার অরুচি এখনও কাটেনি।

আর তাই সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান বলেছেন, ভবিষ্যতে সন্তান চাই। তবে তার জন্য আমার বিয়ে করার প্রয়োজন নেই। সালমানের এই কথা শুনেই ইতিমধ্যে কানাঘুষো শুরু গেছে বলিউডে।

প্রেমিকা লুলিয়ার সঙ্গে সালমানের টালমাটাল সম্পর্ক নিয়ে এমনিতেই মিডিয়ার উৎসাহের কমতি নেই। এর মধ্যেই সালমানের এমন কথা যেন বলিপাড়ার জল্পনা বেশ খানিকটা বাড়িয়ে দিল।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com