সন্তানের রোগ প্রতিরোধে মায়ের চুমু

প্রকাশিত: ৪:৫৩ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৬

সন্তানের রোগ প্রতিরোধে মায়ের চুমু

Manual5 Ad Code

downloadস্বাস্থ্য ডেস্ক : ছোট শিশুকে আদর করে মায়ের চুমু নিছকই আবেগ-সম্পর্কের নয়। সম্প্রতি নিউজিল্যান্ডের এক গবেষণায় দেখা গেছে, মায়ের চুমু শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

Manual1 Ad Code

জন্মানোর পর মায়ের কাছ থেকে পাওয়া উষ্ণ আদরের চুমু রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। বিশেষত মায়ের প্রথম চুমুতে কান ও গলার ইনফেকশন রোধ হয় বলে গবেষণায় প্রাপ্ত তথ্যে দেখা গেছে।

ইউনিভার্সিটি অফ ওটাগোর গবেষকরা জানিয়েছেন, সন্তান জন্মানোর এক মাস আগে থেকেই মায়ের মুখে এক ধরণের ব্যাকটেরিয়া জন্মায়। মায়ে মুখের এই ব্যাকটেরিয়াটি শিশুর শরীর থেকে কে-১২ নামে একটি ব্যাকটেরিয়াকে দূর করে দেয়। এছাড়া মায়ের প্রথম চুমু সন্তানের কান ও গলার ইনফেকশন রোধে সহায়তা করে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code