সন্ত্রাসবাদ-ইহুদিদের থেকে মুসলিম দেশগুলোকে রক্ষার প্রতিশ্রুতি ইরানের

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৬

সন্ত্রাসবাদ-ইহুদিদের থেকে মুসলিম দেশগুলোকে রক্ষার প্রতিশ্রুতি ইরানের

2016_04_17_16_15_07_eo7vagfHPhKvYJTHW95H4wQ4nyghHL_original

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদ ও ইহুদিদের থেকে মুসলিম বিশ্বের দেশগুলোকে রক্ষার প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তবে এতে ইরানের প্রতিবেশি দেশগুলোর ভীত হওয়ার কারণ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার ইরানের সশস্ত্র বাহিনী দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান পরিদর্শনকালে এসব কথা বলেন ইরানী প্রেসিডেন্ট। রাশিয়ার কাছ থেকে সম্প্রতি পাওয়া আকাশ প্রতিরক্ষা মিসাইলও প্রদর্শন করা হয় ওই অনুষ্ঠানে। ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সিরিয়া এবং ইরাক সরকারকে সাহায্য করায় নিজ দেশের প্রশংসা করেন রুহানি।

তিনি বলেন, যদি কাল আপনার রাজধানী সন্ত্রাসবাদ বা ইহুদিবাদ দ্বারা আক্রান্ত হয় তবে যে শক্তিটি আপনার পাশে দাঁড়াবে তা হলো ইসলামিক রিপাবলিক অব ইরান। তবে মুসলিম দেশগুলো চাইলেই কেবল ইরান তাদের সাহায্য করবে বলে জানান রুহানি। ইরানের সামরিক শক্তি কেবল প্রতিরক্ষামূলক এবং অপরকে নিবৃত্ত করার জন্যই বলেও মন্তব্য করেন তিনি। প্রতিবেশি আরব দেশগুলোর উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমাদের সামরিক শক্তি আমাদের উত্তর, দক্ষিণ, পূর্ব কিংবা পশ্চিম কোনো অঞ্চলের প্রতিবেশিদের বিরুদ্ধেই নয়। আরব রাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরেই মনে করে আসছে ইরান ওই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চাইছে। এছাড়া সিরিয়া এবং ইয়েমেন সংকটকে কেন্দ্র করে সৌদি আরব এবং ইরানের অবস্থান দুই মেরুতে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com