সন্ত্রাসী কর্মকণ্ড না দেশ বিরোধী ষড়যন্ত্র: হাছান

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৬

সন্ত্রাসী কর্মকণ্ড না দেশ বিরোধী ষড়যন্ত্র: হাছান

images (4)

সুরমা মেইল নিউজ : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, দেশের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনাটি যেহেতু তদন্তাধীন তাই এ বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না। শুধু এটুকুই বলবো অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র হচ্ছে।

সোমবার রাজধানীর রিপোটার্স ইউনিটিতে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তারেক রহমানের বিশেষ ভূমিকা জাতি জানতে চায় উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের বিশেষ ভূমিকাটা কী ? সন্ত্রাসী কর্মকণ্ড না দেশ বিরোধী ষড়যন্ত্র? দেশের মানুষ ২০১৩, ১৪ ও ১৫ সালে দেখেছে তারেক রহমানের কর্মকাণ্ড। লন্ডনে বসে তারেক দেশে বিএনপি-জামায়াতের জঙ্গি-সন্ত্রাসীদের দিয়ে নৈরাজ্য চালিয়েছেন বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ। বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের মানুষের হাজার হাজার টাকা বিদেশে পাচার করেছিলেন দুর্নীতির ‘বরপুত্র’ তারেক। তাই বলছি দেশের মানুষ তারেক রহমানের কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com