সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৬
সুরমা মেইল নিউজ : সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে কারিগরি এবং প্রশিক্ষণ সংক্রান্ত সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সোমবার বিকেলে রাজধানী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সাথে সাক্ষাৎকালে ঢাকা সফররত মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এ কথা জানান। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, সন্ত্রাসের ভিকটিম আমি নিজেও।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকার্ট প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ২ দিনের সফরে গতকাল রবিবার সকালে ঢাকা আসেন নিশা। সফরে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকতাদের সাথেও বৈঠক করেন তিনি।
গুলশান হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেখা গেছে এসব ঘটনায় বড় লোকের ছেলেরা জড়িত। এর শিকড় খুঁজে বের করতে হবে। কারা তাদের রিক্রুট করে, এর পেছনে কারা আছে-তাও খুঁজে বের করতে হবে। সরকার সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এসব দমনে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দুদেশের মধ্যে তথ্য আদান-প্রদান বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
এ সময় নিশা দেশাই বলেন, এ ধরনের সন্ত্রাস একটা চ্যালেঞ্জ। এর বিরুদ্ধে আমরা এক সঙ্গে কাজ করতে চাই। সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে কারিগরি ও প্রশিক্ষণ বিষয়ক সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানান তিনি।
তিনি বলেন, যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকা- ঘটায় তারা তা রিলিজিয়াস স্পিরিট থেকে করে না। এডভেঞ্চার থেকে এসব করে।
Design and developed by ওয়েব হোম বিডি