সন্ধ্যায় সেমি যুদ্ধে নিউজিল্যান্ড-ইংল্যান্ড

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৬

সন্ধ্যায় সেমি যুদ্ধে নিউজিল্যান্ড-ইংল্যান্ড

download (2)

স্পোর্টস ডেস্ক : টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি ‍শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়। টি-টোয়েন্টিতে এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৩টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। এর মধ্যে ইংলিশরা জিতেছে আটটি ম্যাচে। আর নিউজিল্যান্ড জিতেছে চারটি ম্যাচে। ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে পরাজিত করে ইংল্যান্ড। এবারের আসরে গ্রপ-২ থেকে চারটি ম্যাচ খেলে চারটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। আর গ্রুপ-১ থেকে চারটি ম্যাচ খেলে তিনটিতে জিতে সেমিতে উঠে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২২৯ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যা সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com