সফলতার ম্যাজিক কৌশল

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৫

সফলতার ম্যাজিক কৌশল
success
সুরমা মেইলঃ প্রত্যেকেই জীবনে সফলতা পেতে চাই। জীবনে যা কিছু পাওয়ার আশা করি, তার একটি না পেলেই হতাশায় ভেঙে পড়ি, ছেড়ে দেই হাল। আর এই সময়েই আমাদের দরকার হয় মোটিভেশনের। আশপাশের মানুষজন কিন্তু সবসময় পাশে থাকে না আমাদের মোটিভেট করার জন্য। তাই নিজের মাঝেই খুঁজে নিন নিজের মোটিভেশন। এছাড়া কিছু অভ্যাস ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলে আপনি সফলতার শীর্ষে সহজেই পৌঁছতে পারবেন। এমন কয়েকটি ম্যাজিক কৌশল পাঠকদের জন্য তুলে ধরা হলো।

১. এক ঘণ্টা আগে ঘুম থেকে উঠুন:

আমরা দেরি করে উঠি। তারপর সময় না পাওয়ার বাহানা খুঁজি সারা দিন। এ দিকে যে কোনো সফল মানুষকে আপনি দেখবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে। আপনিও আধ থেকে এক ঘণ্টা এগিয়ে আনুন ঘুম থেকে ওঠার সময়। দেখবেন দিনটা অনেক বড় হয়ে যাবে। প্রথম দিকে একটু অসুবিধা হলেও ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে।

২. ভবিষ্যত পরিকল্পনা ঠিক করুন: নিজে জীবনে কী করতে চান সেই বিষয়ে যদি আপনার স্বচ্ছ ধারনা থাকে তবেই আপনি জীবনে সফল হতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে নিজের পুরো দিনটা মনে মনে ছক করে ফেলুন। সারা দিনে কী করতে চান, কোন কাজটা আপনাকে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে তা মনে মনে ভেবে নিন। নিজেকে সফল ভাবতে শিখুন।

সকালের নাস্তা

সারা দিন আপনার মুড ভাল রাখতে, আপনার এনার্জি বাড়াতে কিন্তু সকালে ঠিক করে খাওয়া প্রয়োজন। এ দিকে রোজ সকালে দেরিতে ওঠার জন্য আপনি ব্রেকফাস্টের সময়ই পান না। ব্যস্ততার দোহাই দেবেন না। সফল মানুষরা কিন্তু কখনই ব্রেকফাস্ট বাদ দেন না। তাই রোজ উপভোগ করে ব্রেকফাস্ট করুন।

কাজের তালিকা তৈরি করুন

গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। আমরা কাজ ফেলে রাখি, যতক্ষণ না সেটা আবশ্যিক হয়ে পড়ে। রোজ কী কী করবেন তালিকা বানিয়ে ফেলুন। শুনতে জ্ঞানগর্ভ লাগলেও এটা অত্যন্ত ভাল অভ্যাস।

নিজেকে মোটিভেট করুন

আলস্য পেয়ে বসতে দেবেন না। সব সময় নিজের লক্ষ্য সামনে রাখুন। হাসির ছবি দেখুন, মন ভাল করে এমন কাজ করুন। রিল্যাক্স করুন। যাতে চাপ কমে এমন কাজ করুন। এই ভাবে নিজেকে মোটিভেট করুন। অলসতাকে ধারে কাছে ঘেঁষতে দেবেন না।

বাসার খাবার খান

অফিসে খাওয়ার জন্য বাড়ি থেকে লাঞ্চ, স্ন্যাকস নিয়ে যান। সফল হতে গেলে সুস্থ থাকতে হবে। তাই বাইরের খাবার না খেয়ে বাড়ির রান্না স্বাস্থকর খাবার খান। এতে সময়ও বাঁচবে। কাজের ফাঁকেই খেয়ে নিতে পারবেন ফলে খাওয়ার সময়ই ঠিকঠাক থাকবে।

অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিন

আপনার ঘর কি অগোছালো?  অফিসের ডেস্কে প্রচুর ফালতু কাগজ? অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিন। বাজে কাগজ বেশি থাকলে কাজের জিনিস খুঁজে পাবেন না। অন্য দিকে ঘর অগাছালো থাকলে আপনার কাজের এনার্জিও কমবে।

রাত জাগা থেকে বিরত থাকুন

তাড়াতাড়ি ঘুমোতে যান। সুস্থ, সবল থাকতে রাতের ঘুম প্রয়োজনীয়। অকারণে তাই রাত জাগবেন না। ল্যাপটপ বা মোবাইলে গল্প করে সময় নষ্ট করবেন না রাতে। প্ল্যান করে কাজ করলে রাত জেগে আপনাকে ফেলে রাখা কাজও করতে হবে না।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com