সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৫
সুরমা মেইলঃ সবচেয়ে বেশি দিন মহাকাশে কাটানোর রেকর্ড গড়ে পৃথিবীতে ফিরেছেন রাশিয়ার মহাকাশচারী গেন্নাডি পাডালকা।
আন্তর্জাতিক স্পেস স্টেশনে ৫৭ বছর বয়সী পাডালকার সর্বশেষ মিশন ছিল ১৬৮ দিনের। পাঁচটি মিশনে সব মিলিয়ে মোট ৮৭৯ দিন তাকে কাটাতে হয়েছে পৃথিবীর বাইরে, মহাকাশে।
সবচেয়ে বেশি দিন মহাকাশে কাটানোর রেকর্ড গড়ার পথে এই সফরেই পাডালকা নিজের দেশের সের্গেই ক্রিকালেভকে ছড়িয়ে যান। ক্রিকালেভ ছয়টি মিশনে মোট ৮০৩ দিন মহাকাশে কাটিয়ে ২০০৫ সালে ওই রেকর্ড গড়েন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।
Design and developed by ওয়েব হোম বিডি