সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৫
সুরমা মেইলঃ মাত্র ১২৯ ডলারে (বাংলাদেশী টাকায় ১০ হাজারের একটু বেশি) পিসি (পার্সোনাল কম্পিউটার) স্টিক আনছে আসুস, যা আকারেও হবে সবচেয়ে ছোট। ভিভোস্টিক নামের ওই স্টিকে থাকবে উইন্ডোজ-১০ ভার্সন চালানোরও সুবিধা।
পকেটে বহনযোগ্য এই এইচডিএমআই (হাই-ডেভিনিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস) পিসি স্টিকটি কোনো টিভি বা সামঞ্জস্যপূর্ণ মনিটরে সংযোগ দিলেই একটি পূর্ণাঙ্গ কম্পিউটারের কাজ করবে। ছোট্ট এ স্টিকে যেমন থাকছে ২ জিবি (গিগাবাইট) র্যাম (র্যানডম অ্যাক্সেস মেমোরি) তেমনি থাকছে ৩২ জিবি ডাটা সংরক্ষণের ক্ষমতা। পাশাপাশি থাকছে দুটি ইউএসবি (ইউনিভার্সাল সিরিয়াল বাস) পোর্ট এবং হেডফোন ব্যবহারের সুবিধা।
৭০ গ্রাম ওজনের এই স্টিকের দৈর্ঘ্য হবে মাত্র ১৩৮ মিলিমিটার, প্রস্থ হবে ৩৪ মিলিমিটার এবং উচ্চতা হবে ১৫ মিলিমিটার। ব্লুটুথ-৪ এর সুবিধাসম্পন্ন এই স্টিকে থাকছে ১১এন ওয়াই-ফাই সুবিধা। আসুস এসব তথ্য প্রকাশ করলেও স্টিকটি কবে নাগাদ বাজারে আসছে সে সম্পর্কে কিছু জানায়নি।
সূত্র : দ্য ভার্জ ডটকম।
Design and developed by ওয়েব হোম বিডি