সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার তেভেজ!

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬

স্পোর্টস ডেস্ক :: আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজের নতুন পৃথিবী এখন এশিয়া। জানা যায়, চীনা ক্লাব সাংহাই শেনহুয়ায় তার বেতন সপ্তাহে ছয় লাখ ১৫ হাজার পাউন্ড! বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার এখন তেভেজ।

চীনের ডাক তাই উপেক্ষা করা সম্ভব হয়নি তার পক্ষে। রবিবার আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনে কলোনের বিপক্ষে বোকা জুনিয়র্সের ৪-১ গোলে জেতা ম্যাচ শেষে স্বদেশী সমর্থকদের আবেগঘন বিদায় জানালেন তিনি।

তার ভক্তরা খুব করে চেয়েছিল তেভেজ যেন বোকায় থেকে যান। কিন্তু ম্যানইউর সাবেক স্ট্রাইকার অতটা বোকা নন যে, পাউন্ডের ফোয়ারায় ভেজার প্রলোভন উপেক্ষা করবেন। তার ফুটবল ক্যারিয়ারে এখন গোধূলি লগ্ন। ৩২ ছাড়িয়েছে বয়স। আর ক’দিনইবা ফুটবল খেলবেন। সময় থাকতে তাই যতটা সম্ভব পকেট ভরে নেয়া যায়। চীনা সুপার লীগের ক্লাব সাংহাই শেনহুয়ার সঙ্গে চুক্তি করতে চলেছেন ম্যানসিটি ও ওয়েস্ট হ্যামের এই সাবেক স্ট্রাইকার।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com