সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : বাণিজ্যিক ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগ ও তহবিল ব্যবস্থাপনায় কর্মরতদের পাসপোর্টের কপি ও পরিচয়পত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির। এছাড়া সব ব্যাংককে সার্বিক বিষয়ে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
আজ বুধবার (২৩ মার্চ) ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ নির্দেশ দেন। নতুন গভর্নরকে শুভেচ্ছা জানাতে ব্যাংক মালিকরা কেন্দ্রীয় ব্যাংকে এসেছিলেন।
সাক্ষাৎ শেষে বিএবি এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, গভর্নর ব্যাংকগুলোকে সতর্ক হতে বলেছেন। যারা ট্রেজারি বিভাগ ও ফান্ড ম্যানেজমেন্ট বিভাগে কাজ করে তাদের পাসপোর্টের কপি ও বিস্তারিত পরিচয় সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে এসব বিভাগে জনবল পদায়নের (পোস্টিং) ক্ষেত্রে জেনে-বুঝে ও খোঁজ খবর নেয়ার কথা বলেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি এবং সম্প্রতি কয়েকটি বেসরকারি ব্যাংকের এটিএম থেকে টাকা চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারা কোনো না কোনোভাবে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোকে আরও সতর্ক হওয়ার কথা বললেন সদ্য দায়িত্ব নেয়া গভর্নর ফজলে কবির।
Design and developed by ওয়েব হোম বিডি