সমাজকল্যানমন্ত্রী মহসিন আলীর শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৫

সমাজকল্যানমন্ত্রী মহসিন আলীর শারীরিক অবস্থার উন্নতি

01_Mohsin+Ali+_240814_0004

সুরমা মেইলঃ সমাজকল্যানমন্ত্রী সৈয়দ মহসিন আলীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রীর ভাই সৈয়দ মোস্তাক আলী। নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। মন্ত্রীর সঙ্গে তার ছোট মেয়ে সৈয়দা সাবরিনা শারমিন ও সহধর্মিণী সৈয়দা সায়রা মহসিন অবস্থান করছেন। মন্ত্রীর মেয়ের বরাত দিয়ে তার ভাই সৈয়দ মোস্তাক আলী জানান, ‘ভাইয়ের শারীরিক অবস্থার উন্নতির কিছুটা লক্ষণ দেখা যাচ্ছে বলে আমরা খবর পেয়েছি। তিনি নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যায় ভুগছেন।’
উল্লেখ্য গত বৃহস্পতিবার থেকে মন্ত্রী রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। এখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় গেল শনিবার দুপুরে এয়ার এম্বুলেন্স যোগে সিঙ্গাপুরে নেয়া হয়।
মন্ত্রীর আশু সুস্থতায় জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com