সম্পর্ক টিকিয়ে রাখতে ৬ কৌশল

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৭

সম্পর্ক টিকিয়ে রাখতে ৬ কৌশল

লাইফস্টাইল ডেস্ক :: মানুষের জীবনে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। যা টিকিয়ে রাখতে কিছু নিয়মকানুন  কৌশল জানা থাকা ভাল।

যেমন আপনি কতটা নিজেকে প্রকাশ করবেন, কতটাই বা চেপে রাখবেন তারও একটা কৌশল আছে। আরো জেনে নিন-

১। সময় যত যায় সম্পর্কের ঘনত্ব তত বাড়ে। সম্পর্কের মাত্রা পাল্টে যায়। তাই সঙ্গী আগে কেমন ছিল, এখন কেমন রয়েছে, তা নিয়ে আক্ষেপ করবেন না। বরং বর্তমানটাকে মেনে নিন।

২। সঙ্গীকে প্রতারিত করবেন না। মিথ্যে বলাটা এখন একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর মোবাইল ফোনের যুগে মিথ্যেটা ধরা পড়ে যায়। তার প্রভাব পড়ে সম্পর্কে। তাই অযথা মিথ্যে বলবেন না। সঙ্গীর কাছে সৎ থাকুন।

৩। সম্পর্কের উঠানামা সাধারণ ব্যাপার। রাতে সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হলে রাতেই মিটিয়ে ফেলুন। নয়তো পরের দিনেও তার রেশ থাকবে। এমনটা চলতে পারে দিনের পর দিন।

৪। জোর করে যৌন সংসর্গ করবেন না। হতেই পারে আপনার ইচ্ছে রয়েছে, অথচ সঙ্গীর ইচ্ছে নেই। এক্ষেত্রে সঙ্গীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে নিজের ইচ্ছা দমন করুন। নয়তো তার ইচ্ছা জাগা পর্যন্ত অপেক্ষা করুন।

৫। সম্পর্কে কর্তৃত্ব ফলাতে যাবেন না। ভুল হলে মেনে নিন। সঙ্গীকে তার ভুল বুঝান ভদ্রভাবে। যতই কাছের মানুষ হন তিনি, ভুল সব সময়ই লজ্জার।

৬। পুরনো কথার পুনরাবৃত্তির অভ্যাস রয়েছে?‌ এখনই তা দমন করুন। বিশেষ করে মতপার্থক্যের সময় সেই পুরনো কথা টেনে সঙ্গীকে বেকায়দায় ফেলার চেষ্টা করবেন না। পারলে ভবিষ্যতে ভাল কিছু করতে চেষ্টা করুন।

 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com